অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনার টিকা কোভিশিল্ডের

ভারত থেকে করোনার ডেলটা ধরন বাংলাদেশসহ বিশ্বের অর্ধশতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। করোনার এই ধরনটির বিরুদ্ধে টিকা কার্যকর কিনা তা নিয়ে সংশয় দেখা গেছে নানা মহলে। এ পরিস্থিতিতে ভারতের কেন্দ্রীয় সরকারের কোভিড-১৯ বিষয়ক ওয়ার্কিং গ্রুপ ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ অন ইমুনাইজেশনের (এনটিএজিআই) চেয়ারপারসন এন কে অরোরা বলেছেন, ডেলটা ধরনের বিরুদ্ধে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত ও সেরাম ইনস্টিটিউটের তৈরি করোনার টিকা কোভিশিল্ডের একটি ডোজ ৬১ শতাংশ সুরক্ষা দিতে সক্ষম।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বুধবার এন কে অরোরা বলেন, করোনার ডেলটা ধরনের বিরুদ্ধে লড়াইয়ে টিকার কার্যকারিতা নিয়ে একটি গবেষণা পরিচালনা করেছে ভেলরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ। এই গবেষণায় দেখা গেছে, ভারতীয় এই ধরনটির বিরুদ্ধে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত ও পুনের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ায় উৎপাদিত করোনার টিকা কোভিশিল্ডের একটি ডোজ ৬১ শতাংশ সুরক্ষা দিতে পারছে। আর যারা এই টিকার দুটো ডোজ নিয়েছেন তাঁদের ক্ষেত্রে সুরক্ষার হার আরও বেশি, ৬৫ শতাংশ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here