জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) প্রতিনিধি ::  যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার কেশবপুর উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে কর্মহীন অসহায় ২৬শত পরিবারের জন্য ইফতার সামগ্রী প্রদান করেছেন।

ইফতার সামগ্রী হলো ১৩ শত কেজি তৈল, ১৩ শত কেজি চিনি, ১৩ শত কেজি পেঁয়াজ, ২৬ শত কেজি ছোলা ও ২৬ শত কেজি চিড়া প্রদান করা হয়।

রোববার দুপুরে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের নিকট শাহীন চাকলাদারের পক্ষে ইফতার সামগ্রী হস্তান্তর করেন তার ভাই যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টু।

ইফতার সামগ্রী প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর মেয়র রফিকুল ইসলাম, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী প্রমূখ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here