কেশবপুর পৃথক পৃথক সড়ক দূর্ঘটনায় এক স্কুল ছাত্রসহ দু’জন মারা গেছে। এ ঘটনায় আহত মটর সাইকেল চালক বিল্লাল হোসেন অবস্থাও আশঙ্কাজনক ।

জানা গেছে, কেশবপুর উপজেলার বেতীখোলা গ্রামের আব্দুল গফফার মোড়লের পুত্র এনামুল হক শুক্রবার সন্ধ্যায় চাচা বিল্লাল হোসেনের মটর সাইকেল যোগে কলাগাছি বাজারে যাওয়ার পথে হাড়িয়াঘোপ গ্রামের পালপাড়া নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সাথে ধাক্কা খেয়ে পাশের খাদে পড়ে যায় । এলাকাবাসি গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২ টার সময় এনামুল হক (১১) মারা যায়। মৃত এনামুল হক নারায়নপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র । কেশবপুর হাসপাতালের চিকিৎসাধীন মটর সাইকেল চালক চাচা বিল্লাল হোসেনের অবস্থা আশঙ্কাজনক। সে যশোর পলিটেকনিক কলেজের ছাত্র।

অপর দিকে শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে মংগলকোট বাসস্টন্ডে বাসের চাকায় পিষ্ট হয়ে কেশবপুর  উপজেলার মংগলকোট গ্রামের নফর আলীর পুত্র ইকবাল হোসেন (৩০) মারা গেছে। সে গাড়ীতে উঠার জন্য রাস্তায় দাড়িয়ে ছিলো।

এ সময় একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

ইউনাইটেচডিউজ ২৪ ডট কম/জাহিদ আবেদীন বাবু/কেশবপুর

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here