council_2ক্ষমতাসীন আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন শনিবার সকাল ১০টায় থেকে শুরু হতে যাচ্ছে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ইতোমধ্যেই কেন্দ্রীয় নেতারা মঞ্চে উঠে বক্তব্য শুরু করেছেন।

সরেজমিনে ঘুরে জানা যায়, সারা দেশ থেকে নেতাকর্মীরা সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছেন। সোহরাওয়ার্দী উদ্যানের সবগুলো প্রবেশ পথেই দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। ফলে সোহরাওয়ার্দী উদ্যানে উৎসবের আমেজ বিরাজ করছে।

এছাড়া আমন্ত্রিত অতিথি ও ডেলিগেটরাও সমাবেশ স্থলে উপস্থিত হতে দেখে গেছে।

‘শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার, এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার’ এই স্লোগানকে ধারণ করে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে আজ সকাল ১০টায় শুরু হচ্ছে নেতাকর্মীদের সেই কাঙ্ক্ষিত সম্মেলন। সম্মেলনে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এবারের সম্মেলনে ৬ হাজার ৫৭০ জন কাউন্সিলর অংশ নেবেন। সম্মেলনের কাউন্সিল অধিবেশন হবে দ্বিতীয় দিন রোববার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। ওই অধিবেশনে নতুন কার্যনির্বাহী সংসদ নির্বাচন করা হবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here