কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দিলো নন্দন ফাউন্ডেশন

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি :: লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন নন্দন ফাউন্ডেশন।

বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ২০১৯ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহ যোগাতে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ ও নন্দন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা প্রফেসর মাইন উদ্দিন পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব, কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বাপ্পি, লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসার চেয়ারম্যান মাওলানা জসিম উদ্দিন, লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মো. হাবিবুর রহমান সবুজ, নন্দন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজু আহমেদ প্রমুখ।

কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দিলো নন্দন ফাউন্ডেশন

কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে অতিথিরা বলেন, ছাত্র জীবনের পরবর্তী স্তরেও সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে হবে তোমাদের। পড়াশুনার পাশাপাশি বাস্তব জীবন সম্পর্কেও জ্ঞান অর্জন করতে হবে। তোমাদের কোনো কর্মকান্ডের কারণে যেন মা-বাবাকে অপমানিত বা লজ্জিত না হতে হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here