মিলন কর্মকার রাজু, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :: “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এ শ্লোগান নিয়ে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে মাদক বিরোধী ম্যারাথন দৌড় ‘দৌড়াও বাংলাদেশ’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় সমুদ্র সৈকতের বালুকাবেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৮) এর আয়োজন করে।

র‌্যাব মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি ড. বেনজির আহমেদ বেলা সাড়ে ১১ টার সময় অনুষ্ঠানস্থলে এসে পৌঁছান। বরিশাল র‌্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলাম এ সময় র‌্যাব মহাপরিচালককে ফুল দিয়ে বরণ করে নেন।

এ সময় বিভিন্ন পটুয়াখালী,বরগুনাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা সাত শতাধিক শিক্ষার্থীরা করতালি দিয়ে তাঁকে স্বাগত জানান। এরপর তিনি শান্তির প্রতীক পায়রা ও বেলুন আকাশে উড়িয়ে মাদক বিরোধী ম্যারাথন দৌড়ের উদ্ধোধন করেন। ম্যারাথন দৌড় ছিল ১০ কি. মি. ব্যাপী। কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে ৫ কি. মি. পূর্ব দিকে গিয়ে ম্যারাথন দৌড় শেষ হয়। আবার সেখান থেকে দৌড়বিদরা জিরো পয়েন্টে ফিরে আসে। ৯০ মিনিট সময়ের মধ্যে ম্যারাথন দৌড়টি সম্পন্ন হয়েছে।

ম্যারাথন দৌড়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে র‌্যাবের মহাপরিচালক ও পুলিশের অতিরিক্ত আইজিপি ড. বেনজির আহমেদ বলেন, প্রধানমন্ত্রী সন্ত্রাস, জঙ্গীবাদ, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছেন। আমরা সবাই মিলে চেষ্টা করলে এদেশ থেকে এ চারটি অভিশাপ অবশ্যই নির্মুল করতে পারবো।আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের সোপানে সামিল হয়েছি। বাংলাদেশ এখন উন্নয়নের বিস্ময়কর মডেল হলেন মাননীয় প্রধানমন্ত্রী।

র‌্যাব মহাপরিচালক তাঁর বক্তব্যে আরও বলেন, মাদকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে দেশের মানুষের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে কুয়াকাটা সৈকতে এ ম্যারাথান দৌড় আয়োজন করা হয়েছে। ‘যাঁরা মাদক বিরোধী ম্যারাথনে অংশগ্রহন করেছে তাঁদের মাধ্যমে সকল শ্রেণির মানুষের কাছে মাদক বিরোধী বার্তা পৌঁছে দিতে চাই। আমরা একটি সুস্থ-সবল পরবর্তী প্রজন্ম রেথে যেতে চাই।’

র‌্যাব-৮ এর সার্বিক ব্যবস্থাপনায় বরিশাল ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ কল্যাণ সমিতির সহ-সভাপতি জীসান মীর্জা। অন্যান্যের মধ্যে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক তোফায়েল মোস্তফা সরোয়ার, পুলিশের বরিশাল বিভাগের ডিআইজি মো. শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন, পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশসহ বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিকেলে কুয়াকাটা সমুদ্র সৈকত মাদক বিরোধী কনসার্ট অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here