কুয়াকাটায় পর্যটক নিখোঁজমিলন কর্মকার রাজু কলাপাড়া প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সৈকতে ভ্রমনে এসে হাসান সিকদার (২৪) এক পর্যটক নিখোঁজ রয়েছে। বুধবার বেলা ১২টার পর এ ঘটনা ঘটেছে।

খবর পেয়ে কুয়াকাটা ট্যুরিষ্ট ও নৌ-পুলিশ স্থানীয়দের সহায়তায় সাগরের বিভিন্ন মোহনায় ওয়াটার বোট দিয়ে খুঁজলেও বিকেল সাড়ে ৫টা পর্যন্ত নিখোঁজ পর্যটককে খুঁজে পাওয়া যায়নি। সাগরে গোসল করতে নেমে জোয়ারের পানিতে ডুবে গেছে নাকি অন্যত্র চলে গেছে তা জানাতে পারছে না পরিবারের সদস্যরাও।

কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ ও নিখোঁজ পর্যটকের পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, শুক্রবার সকালে স্ত্রী নুরুন্নাহার(২০), মামাতো ভাই ঈসাকে নিয়ে কুয়াকাটায় ভ্রমনে যায় হাসান সিকদার। সাড়ে ১১টার দিকে তারা সাগরে গোসল করতে নামে। প্রায় আধাঘন্টা সাগরে গোসল করার পর হাসান তার ভেজা কাপড় পাল্টে আবার পরিবারের সাথে সৈকতে যোগ দেয়। কিন্তু এর কিছুক্ষন পরই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সে সাগরে গোসল করতে নেমেছে নাকি কেউ অপহরন করেছে তা বলতে পারছে না নিখোঁজ পর্যটকের স্ত্রী নুরুন্নাহার।

নিখোঁজ পর্যটকের স্ত্রী স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন, তার স্বামীর ব্যাথা ছিলো এজন্য সে নিয়মিত ঔষধও খেতো। এখন সাগরে গোসল করতে নেমে সে বুকে ব্যাথায় অসুস্থ্য হয়ে ডুবে শ্রোতের তোড়ে ভেসে গেছে কিনা সেই আশংকায় উদ্বিগ্ন হয়ে পড়েছে পরিবারের সদস্যরা।

নিখোঁজ হাসানের পিতা কলাপাড়া পৌর শহরের বাদুরতলী এলাকার দেলোয়ার সিকদার জানান, প্রায় তিন বছর আগে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আব্দুল বারেক হাওলাদার এর মেয়ে নুরুন্নাহার এর সাথে হাসানের বিয়ে হয়। এবারই তারা কুয়াকাটায় ঘুরতে যায়।

কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ’র সহকারী পুলিশ সুপার মো. আঃ করিম জানান, তারা পর্যটক নিখোঁজের খবর পেয়েই ওয়াটার বোট নিয়ে সাগরের কয়েক

কিলোমিটার এলাকা খুঁজেছেন। কিন্তু তাকে খুঁজে পান নি। এ ঘটনা তাৎক্ষনিক কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। তিনি কলাপাড়ার কোস্ট গার্ডকে বিষয়টি অবহিত করেছেন। নিখোঁজ পর্যটকের সন্ধানে তাদের অভিযান এখনও অব্যাহত রয়েছে।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here