কুষ্টিয়া: আওয়ামীলীগ থেকে বহিস্কৃত নেতা কুমারখালী উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফকে দলীয় মনোনয়ন দেয়ায় নির্বাচনে তার পক্ষে মাঠে নামছেন না তৃণমূল নেতা-কর্মীরা। দীর্ঘদিন দলের বাইরে থাকা এ নেতাকে দলীয় প্রার্থী হিসেবে মেনে নিতে পারছেন তারা। তবে একই আসনে দলের স্বতন্ত্র প্রার্থী খোকসা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খানের পক্ষে একাট্টা হয়েছেন কুমারখালী ও খোকসা উপজেলার নেতা-কর্মীরা। দুই নেতার পাল্টাপাল্টি অবস্থানে এ আসনে নির্বাচনী প্রচারনা জমে উঠতে শুরু করেছে।

কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা এই দুই উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়া-৪ আসন। এ আসনের বর্তমান সংসদ সদস্য সুলতানা তরুন। ১০ম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন ২০০১ সালের সংসদ নির্বাচনী দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়া আব্দুর রউফ। ওই নির্বাচনে রউফের কারনে সুলতানা তরুণ অল্প ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হন। এরপর দলীয় প্রধান শেখ হাসিনা দলের প্রাথমিক সদস্য পদসহ সব কমিটি থেকে আব্দুর রউফকে বহিস্কার করেন। বর্তমানে আওয়ামীলীগের কোন পর্যায়ের কমিটিতে না থাকার পরও রউফকে দলীয় মনোনয়ন দেওয়ায় দলে তোলপাড় সৃষ্টি হয়। জেলা থেকে শুরু করে উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা অনেকে  বিস্ময় প্রকাশ করেন। এদিকে ভোটের মাঠে নেমে নেতা-কর্মীহীন হয়ে পড়েছেন আব্দুর রউফ। তার নিজের এলাকার লোকজন ও আত্মীয়-স্বজন ছাড়া দুই থানা ও পৌর আওয়ামী লীগের কোন নেতা-কর্মী নির্বাচনে প্রচারনায় তার পক্ষে মাঠে নামছে না। বেশির ভাগ নেতা-কর্মী রউফকে এড়িয়ে চলছেন। তবে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন দীর্ঘদিন রাজনীতির মাঠে থাকা আওয়ামীলীগ জাতীয় পরিষদের সদস্য খোকসা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান। কলস প্রতীক নিয়ে লড়ছেন তিনি। দুই থানা ও পৌর আওয়ামীলীগের কমিটির নেতারা প্রকাশ্যে তার পক্ষে প্রচারনায় নেমেছেন। খোকসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল আখতার ও সাধারন সম্পাদক প্রভাষক তারিকুল ইসলাম বলেন, আব্দুর রউফ দলের বহিস্কৃত নেতা। তিনি কোন পদে নেই। দুই থানা আওয়ামীলীগের নেতা-কর্মীদের সঙ্গেই তার যোগাযোগ বিচ্ছিন্ন। এ কারনে সবাই সিদ্ধান্ত নিয়ে রউফকে বয়কটের পাশাপাশি সদর উদ্দিন খানকে স্বতন্ত্র প্রার্থী করে তার পক্ষে মাঠে কাজ করছেন। পৌর আওয়ামীলীগের একাধিক নেতাও রউফকে বয়কট করার কথা জানান। কুমারখালী থানা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান খান জানান, অতীতে দলের সিদ্ধান্ত না মানা রউফকে দলীয় প্রার্থী করায় নির্বাচনের মাঠে নামছেন না তারা। তার সঙ্গে কোন নেতা-কর্মী নেই। কুমারখালী উপজেলা আওয়ামীলীগের নেতা-কর্মীরা সদর উদ্দিন খানের পক্ষে প্রচারনা চালাচ্ছে। কুমারখালি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর চেয়ারম্যান সামসুজ্জামান অরুন বলেন, ‘আব্দুর রউফের কারণে আওয়ামীলীগের পদেপদে ক্ষতি হয়েছে। তিনি আওয়ামী বিচ্ছিন্ন। আমরা নৌকার বিরুদ্ধে নয় প্রার্থীর (রউফ) বিরুদ্ধে নির্বাচন করছি। এনির্বাচনে সদর খানকে জিতিয়ে দলীয় প্রধান শেখ হাসিনার কাছে যাওয়া হবে। তিনি বলেন,এবারের নির্বাচনে কয়েকটি আসনের মত কুষ্টিয়া-৪ আসনও আওয়ামীলীগের উন্মুক্ত আসন ঘোষণা করা হয়েছে। সদর উদ্দিন খান নেতা-কর্মীদের নিয়ে দুই উপজেলা চষে বেড়ালেও রউফ খোকসায় প্রবেশ করতে পারছে না বলে নেতা-কর্মীরা জানান। দলীয় ইউপি চেয়ারম্যানরাও সদর উদ্দিন খানের পক্ষে মাঠে নেমেছেন বলে স্থানীয় সুত্র জানিয়েছে। তবে আব্দুর রউফের সঙ্গে কথা বলার জন্য মোবাইলে একাধিক বার রিং দিলেও তিনি রিসিভ করেননি। স্বতন্ত্র প্রাথী আলহাজ্ব সদর খান জানান, স্থানীয় জনগন ও দলের নেতা-কর্মীরা আমাকে ভালবেসে প্রার্থী করেছে। আমি নির্বাচনী প্রচারনায় মাঠে আছি।

কাঞ্চন কুমার/

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here