কাঞ্চন কুমার,

কুষ্টিয়া : কুষ্টিয়া চিনিকলের কারখানা বিভাগে মোলাসেস ট্যাংকসহ বেশ কিছু যন্ত্রাংশ ২০ ফুট উপর থেকে ধসে পড়েছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। তবে  কোনো হতাহতের ঘটনা না ঘটলেও অনিশ্চিত হয়ে পড়েছে কুষ্টিয়া চিনিকলের চলতি আখ মাড়াই কার্যক্রম।

মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে হঠাৎ করেই কারখানার ভেতরে থাকা দুটি মোলাসেস ট্যাংক ধসে পড়ে। পরে স্টিম পাইপ ও পানির ট্যাংক ধসে পড়ে। প্রায় ২০ ফুট উপর থেকে ধসে পড়ায় বিপুল পরিমাণ মোলাসেস গোটা কারখানা জুড়ে সয়লাব হয়ে যায়। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আহসান সিদ্দিকী।

অন্যদিকে ঠিক কবে নাগাদ মাড়াই কার্যক্রম স্বাভাবিক হবে এনিয়ে দেখা দিয়ে অনিশ্চয়তা। ফলে চিনিকলের আখ চাষীদের বিপুল পরিমাণ আখ মাড়াই নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। তবে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আহসান সিদ্দিকী জানিয়েছেন মাড়াই কার্যক্রম চালু করতে আরো ৪-৫দিন সময় লাগতে পারে।

উলেস্নখ্য, গত ৫ ডিসেম্বর কুষ্টিয়া চিনিকল ৭৮দিনে ১লাখ মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষমাত্রা নিয়ে মাড়াই মৌসুম শুরম্ন করে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here