কুষ্টিয়ার মিরপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আন্তঃজেলা অপহরণকারী চক্রের দুই সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের সদরপুর কাতলামারী জামতলা মাঠের মধ্যে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতরা হলো- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তেকালা গ্রামের ফুল চাঁদ আলীর ছেলে লিটন (২৮) ও মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর মাঠপাড়া এলাকার ইনত্মাজুল ইসলামের ছেলে রাজা (২৪)। পুলিশ ঘটনাস্থল থেকে ২টি এলজি, ৬ রাউন্ড গুলি ও ৬টি ককটেল উদ্ধার করেছে। কুষ্টিয়া সহকারী পুলিশ সুপার সি এ হালিম জানান, মঙ্গলবার রাতে সংবাদ পাওয়া যায় নাশকতার জন্য সদরপুর বড়বড়িয়া বিলে বেশ কয়েকজন গোপন বৈঠক করছে। পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের ঘিরে ফেলে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে ছুঁড়তে কাতলামারী জামতলা মাঠের মধ্যে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে লিটন ও রাজা গুরুতর আহত হয়। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ সময় দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে তিনি জানান। নিহত রাজার বিরুদ্ধে গাংনী ও দৌলতপুর থানায় হত্যাসহ ১১টি এবং লিটনের বিরুদ্ধে দৌলতপুর থানায় ৮টি মামলা রয়েছে বলে জানান সহকারী পুলিশ সুপার সি এ হালিম।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাঞ্চন কুমার/কুষ্টিয়া

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here