কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দরবেশপুর গ্রামে পুর্ব শত্রুতার জের ধরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে ৪০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। এসময় ৫০টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

আহতদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বেলা তিনটার দিকে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতা জামাল ও বক্কার গ্রুপের মধ্যে সংর্ঘষ শুরু হয়। এতে উভয় পক্ষের ৪০ জন আহত হন।

এদিকে প্রতিপক্ষের আগুনে জামালসহ ৫০ অনুসারীর বাড়িতে আগুন ধরিয়ে দেয় বক্কার গ্রুপের সর্মথকরা। জেলার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে আগুন নেভাতে কুষ্টিয়া সদর, শৈলকুপা, কুমারখালীসহ একাধিক থানার দমকল বাহিনী ঘটনাস্থলে আসে। প্রায় এক ঘণ্টা পর আগুন নেভানো সম্ভব হয়।

বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো সময় বড়ধরনের সংর্ঘষের আশঙ্কা করা হচ্ছে।

আলামপুর ইউনিয়নের চেয়ারম্যান জানান, পুর্ব বিরোধ নিরসনে ইউনিয়ন পরিষদে (ইউপি) বক্কার ও জামাল গ্রুপকে ডাকা হয় বেলা সাড়ে এগারটায়। ওইসময় পরিষদের কাছেই দুই গ্রুপের সংঘর্ষ শুরু হয়। এরপর বেলা তিনটায় দরবেশপুর গ্রামে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাঞ্চন কুমার/কুষ্টিয়া

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here