কুষ্টিয়ার মিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর প্রামে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানিয়েছে, ক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে খান গ্রুপের আতিয়ারের সঙ্গে মালিথা গ্রুপের হাবিবার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বিষয়টি সংঘর্ষের রূপ নেয়। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়। আহতরা হচ্ছেন মালিথা গ্রুপের নূর আলী মালিথা, গিয়াস উদ্দিন মালিথা, নাসির উদ্দিন মালিথা ও তার ছেলে জয়নাল, পয়ক, এজের আলী মালিথা, আজতুল্লাহ মালিথা, আব্দুল্লাহ, জমির এবং খান গ্রুপের মুকাজ্জেল খান, ওমর আলী ও তার ছেলে জামিরুল ইসলাম, আমিরুল ইসলামসহ কমপক্ষে ১৫ জন। আহতদের মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে বলেন জানান তিনি।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাঞ্চন কুমার/কুষ্টিয়া

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here