আ হ ম ফয়সল, ঢাকা

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে সেনাবাহিনীর অনুপসি’তিতেও ভোটাররা নিদ্ধিধায় ভোট কেন্দ্রে এসে তাদের পছন্দসই প্রার্থীদেরকে ভোট দিতে পেরেছে। নির্বাচনে ছোট খাট কিছু অসঙ্গতি দেখা গেলেও নির্বাচনের দিন ভোটাররা নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করতে পেরেছে। কিছু কিছু ভোট কেন্দ্রে ভোটারদের উপসি’তি উৎসাহ ব্যঞ্জকের পাশাপাশি একটি উৎসবমূখর পরিবেশও লক্ষ্য করা গেছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সকাল ৮টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন- অনুষ্ঠিত হয়েছে বলে মনে করছে নির্বাচন পর্যবেক্ষণকারী সংস’া বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ- বামাসপ। বামাসপ পর্যক্ষেক দল কুমিল্লা সিটি কর্পোরেশনে ১৭টি ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করে। বামাসপ আরও মনে করে, এবারের নির্বাচনে সাধারণ ভোটারদের মতামত প্রতিফলিত হয়েছে। বামাসপ সহ-সভাপতি এডভোকেট আবুল কাশেমের নেতৃত্ব্বে দশ সদস্যের একটি কেন্দ্রীয় ভ্রাম্যমান পর্যবেক্ষক দল কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন পর্যবেক্ষণ করে।

বামাসপপ’র পর্যবেক্ষণে দেখা গেছে, ভোট কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারের উপসি’তি ছিল চোখে পড়ার মত। বিভিন্ন ভোট কেন্দ্রে বয়স্ক, অসুস’, প্রতিবন্ধী ভোটারদের জন্য বিশেষ ব্যবস’া না থাকায় এ ধরনের ভোটারদের যথেষ্ট দুর্ভোগ পোহাতে হয়েছে। নির্বাচনী এলাকায় আইন শৃংখলা বাহিনীর কর্তব্যরত র‌্যাব, পুলিশ, আনসার সদস্যদের উপসি’তি লক্ষ্যকরা গেছে। এলাকার তরুণ ভোটারদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে। ভোট কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট প্রদানের বিষয়টি অধিকাংশ ভোটারের কাছে সহজতর বলে মনে হয়েছে। তবে কুমিল্লা কর্মার্শিয়াল কলেজ, তাড়াপাড়া প্রাথমিক বিদ্যালয়, মমিনুল ইসলাম হাই স্কুল, হাজী আকরাম উদ্দিন হাইস্কুল ভোট কেন্দ্রে বয়স্ক নারী ও পুরুষ ভোটারা নির্বাচনী কাজে নিয়োজিত ব্যাক্তিদের সহায়তায় ভোট দিতে দেখা গেছে। বামাসপ মনে করে, ইভিএম পদ্ধতিতে ভোট প্রদানের প্রক্রিয়াটি ভোটারদের জানানোর জন্য লিফলেট ও গণমাধ্যমে ব্যাপক প্রচার করার প্রয়োজন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here