আব্দুর রউফ হায়দার, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গ্রামীন সড়ক উন্নয়ন হেরিং বন বন্ড (এইচবিবি) প্রকল্পের টেকসই করণের কাজ দ্রুত গতিতে শেষ হওয়ায় সুফল পাচ্ছে গ্রামীন জনপদের সাধারণ মানুষ। ২০১৯-২০ অর্থ বছরে এইচবিবি প্রকল্পের আওতায় উপজেলায় ৪ হাজার মিটার কাঁচা সড়ক টেকসই উন্নয়ন করা হচ্ছে। এতে ব্যয় হচ্ছে ২ কোটি ১৭ লাখ ৪০ হাজার টাকা।

প্রকল্প এলাকার মধ্যে রয়েছে- রাজবি ক্যানেলের মোড় হতে রশিদ ঠিকাদারে বাড়ী হয়ে পল্লী শ্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়পর্যন্ত, মুশা মিয়াজির বাড়ী হতে সদ্দারপাড়া অভিমুখী, গাড়াগ্রাম ইউনিয়নের মেম্বারের পুকুর হতে বাইজিদের বাড়ী অভিমুখী, বড়ভিটা ইউনিযনের ঘোনপাড়া হতে তোফাজ্জল মাষ্টারের বাড়ী পর্যন্ত, কালিকাপুর শাহপাড়া পাকা রাস্তার মাথা হতে মহব্বতের বাড়ী থেকে হিন্দু পাড়া পর্যন্ত ।

সরেজমিনে দেখা গেছে, কিশোরগঞ্জ সদর ইউনিয়নের রাজীব ক্যানেলের মোড় হতে রশিদ ঠিকাদারে বাড়ী হয়ে পল্লী শ্রী প্রাথমিক সরকারী বিদ্যালয় পর্যন্ত ৫শ’ মিটার মাটির রাস্তা টেকসই করণের লক্ষ্যে ইটসলিং করা হয়েছে। রাস্তাটি টেকসই করণের ফলে এলাকার সাধারণ মানুষ দীর্ঘদিনের কষ্ট লাগব হবে। নিয়ম মেনে কাজ করায় কাজের মানও নিয়ে সন্তুষ্ট এলাকার জনসাধারণ।

কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ জানান, যে রাস্তাগুলো আমার ইউনিয়নে (এইচবিবি) প্রকল্পের আওতায় কাজ করা হচ্ছে এগুলো সামান্য বৃষ্টি হলে লোকজন চলাচল করতে পারত না। টেকসই করণের ফলে এলাকাবাসী এর সুফল ভোগ করবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবু হাসনাত সরকার বলেন, কিশোরগঞ্জ উপজেলায় জনগণের চলাচলের সুবিধার্থে হেরি বন বন্ড (এইচবিবি) প্রকল্পের কাজ ডিজাইন মোতাবেক সম্পন্ন করা হচ্ছে। গ্রামীণ অবকাঠমো উন্নয়নেই এ প্রকল্পের মুল লক্ষ্য।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here