উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং ইল আর নেই। শনিবার এক ট্রেন সফরের সময় তিনি মারা যান।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

সোমবার দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন এ খবর জানায়।

টেলিভিশনে জানানো হয়,অতিরিক্ত শারীরিক ও মানসিক পরিশ্রমের কারণে শনিবার তিনি মারা যান।
তার মৃত্যতে উত্তর কোরিয়া জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

১৯৯৪ সালে পিতা মৃত্যুর পর অনুন্নত কমিউনিস্ট দেশটির নেতৃত্ব দিয়ে আসছিলেন তিনি। ২০০৮ সালে তিনি একবার স্ট্রোক করেন এরপর বেশ কয়েক মাস জনসম্মুখে আসেননি।

দীর্ঘদিন ধরেই কিম জং ইলের মৃত্যুর পর তার উত্তরসূরী ভাবা হচ্ছে তার তৃতীয় সন্তান কিম জন-উনকে।

ইউনাইটেড নিইজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here