ঢাকা : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাতীয় পার্টির সাবেক নেতা সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে মামলার অভিযোগ গঠনের বিপক্ষে শুনানি হবে বৃহস্পতিবার।

আসামিপক্ষের সময় বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার শুনানির জন্য দিন পুনঃনির্ধারণ করেন বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২।
এর আগে ১৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষের শুনানি করেন প্রসিকিউশন রানাদাশ গুপ্ত। ট্রাইব্যুনালে রানাদাস গুপ্ত মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী অপরাধের ১৮টি অভিযোগ উপস্থাপন করেন।
গত ১১ নভেম্বর ট্রাইব্যুনালে সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী অপরাধের ১৮টি অভিযোগ আনে প্রসিকিউশন। এরপর ১৪ নভেম্বর সাবেক প্রতিমন্ত্রী কায়সারের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।গত ২১ মে সৈয়দ মোহাম্মদ কায়সারকে রাজধানীর অ্যাপোলো হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়। পরে ৫ আগস্ট তাকে শর্ত সাপেক্ষে জামিন দেন ট্রাইব্যুনাল।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here