কামাল আহমেদের একক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিতস্টাফ রিপোর্টার :: বাংলাদেশ জাতীয় জাদুঘরের আয়োজনে বেগম সুফিয়া কামাল মিলনায়তনে খ্যাতিমান বরীন্দ্র সঙ্গীত শিল্পী কামাল আহমেদের একক সঙ্গীত সন্ধ্যা সম্প্রতি অনুষ্ঠিত হয়।

বরীন্দ্রনাথের বর্ষা ও প্রেমের গান নিয়ে ‘‘শ্রাবণঘনগহন মোহে’শিরোনামে সঙ্গীত সন্ধ্যায় শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুরের  বিভিন্ন রাগের ১৭টি গান পরিবেশন করেন।

প্রতিটি গানের শুরুতেই শিল্পী গান এবং রচনার সময়কাল, কবির বয়স, প্রেক্ষাপট  ও মাত্রায় বিষয়টি সহজ ভাষায় দর্শকদের মাঝে তুলে ধরেন।

সংগীত সন্ধ্যায় বেগম সুফিয়া কামাল মিলনায়তনে দর্শকদের উপস্থিতি ছিলো আসন সংখ্যার চাইতেও বেশি। ফলে অনেকেই বিভিন্ন অবস্থানে দাঁড়িয়েই গান শুনতে থাকেন। উপস্থিত দর্শকদের ভালবাসায় সিক্ত হয়ে শিল্পী গেয়ে শোনান একে একে ১৭টি গান।

উল্লেখ্য, শিল্পী কামাল আহমেদ আগামী ৩০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত কানাডায় অনুষ্ঠেয় ‘‘ফেডারেশন অব বাংলাদেশ এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা’তথা ফোবানা সম্মেলনে ফোবানা পদক গ্রহনের জন্য কানাডা সফর করবেন।

 

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here