কামাল আহমেদের আধুনিক গানের মৌলিক একক এ্যালবাম ‘অধরা’ প্রকাশিত

স্টাফ রিপোর্টার :: বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে গত ১৪ ফেব্রুয়ারি লেজার ভিশন থেকে প্রকাশিত হলো কামাল আহমেদ এর আধুনিক গানের মৌলিক একক এ্যালবাম “অধরা”।

এ এ্যালবামটিতে যে গানগুলো রয়েছে সেগুলো হলো – পলকে হেসে চলে যাও, এমন হয়না কেন, ভুলিতে পারিনা তাকে, ভালোবাসা দিয়ে তাজমহল হয়, চাঁদের জোছনায় আজ, কে তুমি নন্দনী, আমি লাইলীকে দেখিনি, আমার দুঃখ বার মাস, এখনো বেঁচে আছি, তুমি ফিরে এসেছ আবার, একে একে সব ক’টা তারা, চুপি চুপি কাছে এসো (যুগলকন্ঠ)।

এ এ্যালবামে যাঁদের লেখা গান রয়েছে তাঁরা হলেন – নজরুল ইসলাম বাবু, কাওসার আহমেদ চৌধুরী, মশিউর রহমান, আলাউদ্দিন আহমেদ, শাহীন আনোয়ার, মো: শাহ নেওয়াজ, প্রসেনজিৎ ওঝা, নায়না শাহরীন অন্তরা ও মুজাহিদুল হক লেনিন।

এ এ্যালবামে যাঁরা সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন তাঁরা হলেন – আলী হোসেন, লাখী আকন্দ, বাসু দেব ঘোষ,
মো: শাহ নেওয়াজ, মো: নজরুল ইসলাম, নুরুল হক, ইবনে রাজন, উজ্জল সিনহা ও মুজাহিদুল হক লেনিন।

এ্যালবামটির সফ্ট ও হার্ট কপি লেজার ভিশন-লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here