কানিজ ফাতেমা নীপা’র কবিতা ‘তুমি কি আমার দুঃখ হবে’তুমি কি আমার দুঃখ হবে

-কানিজ ফাতেমা নীপা

চুড়িওয়ালা?
আশমানি রঙ চুড়ির মতো,
তুমি কি আমার এক জনমের দুঃখ হবে?
যামিনীর গহন অন্ধকারে,
নিদ্রাহীনের বালিশ ভেজা কান্না হবে?
কিংবা ধু-ধু জোৎস্নার বালুচরে,
কপোল ছোঁয়া অনিল হবে?
বেশুরো বাঁশের বাঁশরী বাজায়ে,
রাধামনের কৃষ্ণ হবে?

চুড়িওয়ালা?
রক্ত বর্ন চুড়ির মতো,
হওনা আমার খানিকটা সুখ।
তোমার উপেক্ষারই তুচ্ছ ছলে,
যাকনা জীবন বাকি যতটুকু,
আমার অপেক্ষারই অশ্রুজলে।
সাদা রঙের চুড়ির মতো,
তবুও আমি নিখুঁত হবো স্বচ্ছ হবো,
আর্তনাদকে ঐশ্বর্য বলে।

চুড়িওয়ালা?
সোনালী রঙ চুড়ির মতো,
তুমি কি আমার অনন্য এক সকাল হবে?
জানালার কাচে একমুঠো রোদ,
ঘুম ভাঙানো অরুণ হবে?
কিংবা ভোরের হিমেল ক্ষণে
এক জনমের ভুল হবে?
শিউলি তলায় সাদা রঙের,
ঝরে যাওয়া ফুল হবে?

চুড়িওয়ালা?
নীলছটা রঙ চুড়ির মতো,
তুমি কি আমার একটা ভরা দুপুর হবে?
দূর নীলিমায় উদাস করা,
তৃষ্ণা পাওয়া দৃষ্টি হবে?
শ্রাবন দিনের মেঘের মতো,
আমার চোখে বৃষ্টি হবে?
হৃদয়ের ঠিক কেন্দ্র টাতে,
অঢেল ঋনের স্রষ্টা হবে?

চুড়িওয়ালা?
কমলা রঙ চুড়ির মতো,
তুমি কি আমার মন খারাপের সন্ধ্যে হবে?
গোধুলী বেলার শেষ আলোকে,
অনিন্দ্য এক বিকেল হবে?
রক্ত বর্ন সজ্জা ছেড়ে,
ধূসর গগন প্রান্ত হবে?
সাঁঝ বাতিটার স্নিগ্ধ মলিন,
আলতো একটু কিরণ হবে ?

চুড়িওয়ালা?
কালো রঙের চুড়ির মতো,
তুমি কি এক তন্দ্রাহীনের রাত্রি হবে?
শূণ্য থেকে অতর্কিতে,
খসে-পড়া তারা হবে?
নিঃস্ব রাতের মন খারাপে,
ঝিঝিপোকার সাড়া হবে?
গোপনে ফোঁটা রজনীগন্ধার
মিলিয়ে যাওয়া সুবাস হবে?

চুড়িওয়ালা?
বিবর্ণ রঙ চুড়ির মতো,
হলেই না হয় একটুখানি,
আমার মন খারাপের মলিন হাসি!
ধূসর রঙের দুঃখ গুলি,
বেজায় রকম ভালোবাসি।
কিংবা ধর তোমার একটু সুখে,
আমার হাহাকারে ভরা চোখে,
ভালোবাসি এক বিন্দু অশ্রু টলমল।

চুড়িওয়ালা?
হরেক রঙা চুড়ির মতো,
তুমি কি এই হৃদয়বতীর,
স্বপ্ন ভাঙার অসমাপ্ত গল্প হবে ??

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here