Kanij Fatema Nipa

ফাল্গুন

কানিজ ফাতেমা নীপা

এসেছে ফাগুন বইছে বাতাস

দখিন দুয়ার খুলে,

মন মাঝে আজ যতো ক্লান্তি

পথ গেছে সব ভুলে ।

 

আমের মুকুলে গিয়েছে ভরি

গাছের শাখায় শাখায় ,

সেই বারতা বইছে পাখি

রঙিন পাখায় পাখায় ।

 

ফুলের গন্ধে ঘুম যে আমার

কোথায় দিল ফাঁকি ,

রাত কেটে যায় মিষ্টি গন্ধে

নির্ঘুম চেয়ে থাকি ।

 

দখিনা বাতাস পরশ বুলায়

নরম ঘাসের প’রে ,

সেই নিয়েছে মন যে আমার

কখন হরণ করে ।

 

এসেছে ফাগুন বইছে বাতাস

দখিন দুয়ার খুলে,

মন মাঝে তাই যতো ক্লান্তি

পথ গেছে সব ভুলে ।।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here