কানিজ-ফাতেমা-নীপার-কবিতা-2/বৈশাখের নতুন দিনে


-কানিজ ফাতেমা নীপা

 

চৈত্রের শেষ রাত্রি গিয়ে
এসেছে নতুন ভোর ,
এসেছে আজ বৈশাখী দিন
খুলেছে দখিন দোর ।

উঠেছে আজ নতুন সূর্য
তিক্ত আকাশ পানে ,
বাতাসেরা নাচছে তালে
নতুন দিনের গানে ।

শাখায় শাখায় নতুন কুঁড়ি
ঝরছে জীর্ণ পাতা ,
নতুন দিনে কোকিল কন্ঠ
নতুন সুরে গাঁথা ।

মাধবী ফুলেরা ফুটেছে আজ
রাত্রি ছড়িয়েছে ঘ্রাণ ,
বৈশাখী ঝড়ে তৃষ্ণার্ত ধরায়
জাগবে আজি প্রাণ ।

ফুটেছে হাসি রাশি রাশি
আজ কৃষ্ণচূড়ার ঘ্রাণে ,
নব জীবনের নতুন আশা
জাগুক সকল প্রাণে ।

দূর হয়ে যাক ক্লান্ত জীবনের
সকল ব্যথা ভার ,
নতুন দিনে নতুন আশায়
ঘুচুক সকল অন্ধকার ।।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here