নতুন দুই মন্ত্রী শপথ নেওয়ার পর মন্ত্রিপরিষদে সোমবার রদবদল আনা হয়েছে। এতে করে মন্ত্রিসভায় নতুন দুই মন্ত্রীর দপ্তর বণ্টনের সাথে কয়েকটি মন্ত্রণালয়ে রদবদল করা হয়েছে।

সম্প্রতি মন্ত্রী হিসেবে শপথ নেওয়া আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্তকে নবগঠিত রেল মন্ত্রণালয় এবং সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদেরকে যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া লে. কর্নেল (অব.) ফারুক খানকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে সরিয়ে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জি এম কাদেরকে দেওয়া হয়েছে ফারুক খানের বাণিজ্য মন্ত্রণালয়।

বহুল আলোচিত সৈয়দ আবুল হোসেনকে যোগাযোগ মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে নবগঠিত তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব।

আর স্থপতি ইয়াফেস ওসমানকে তার আগের মন্ত্রণালয় বিজ্ঞান ও যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে রাখা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে সোমবার এসব তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, রোববার বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ভেঙে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় গঠন করা হয়।

এছাড়া যোগাযোগ মন্ত্রণালয় ভেঙে রেল মন্ত্রণালয় নামে আলাদা মন্ত্রণালয় গঠন করা হয়।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here