কষ্টি পাথরের শিবলিঙ্গ মুর্তি উদ্ধারজহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি:: লক্ষ্মীপুরের রামগঞ্জে পৌর কমরদিয়া মজুমদার বাড়ির মাটির নিচ থেকে মঙ্গলবার বিকেলে কষ্টি পাথরের শিবলিঙ্গ মুর্তি উদ্ধার করেছে পুলিশ। মুর্তিটির ওজন সাড়ে ৪কেজি, যার আনুমানিক মূল্য সাড়ে চার কোটি টাকা।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার বেলা ৩টার দিকে থানার এস আই জহির উদ্দিনের নেতৃত্বে পুলিশ আসামী ধরতে কমরদিয়া মজুমদার বাড়িতে অভিযান চালায়। আসামী না পেয়ে ফেরার সময় রামগঞ্জ পৌরসভার  কাউন্সিলর ইব্রাহিম মজুমদারের বসত ঘরের সামনে মাটি খোড়া দেখে সন্দেহ হলে পুলিশ মাটি খুড়লে পাথরের সন্ধান পায়।

খবর পেয়ে এএসপি সার্কেল পংকজ কুমার দে ও রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তঅ মো. তোতা মিয়া ঘটনাস্থলে পৌছে পাথর উদ্ধার করে। পরিস্কার করার পর দেখা যায় এটি কষ্টি পাথরের শিব মুর্তি।

পরে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোতা মিয়া বলেন, পৌর কাউন্সিলের বসত ঘরের সামনে মাটির নিচ থেকে পাথরটি উদ্ধার করা হয়েছে, যার মূল্য সাড়ে চার কোটি টাকা। তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here