কল্যাণী বই উৎসবের শুভ সূচনা করলেন শুভেন্দু অধিকারী ফারুক আহমেদ :: আজ শুক্রবার ভারতে নদীয়ায় কল্যাণী বই উৎসবের শুভ সূচনা করলেন রাজ্য সরকারের পরিবহন দপ্তরের মন্ত্রী ও বাংলার আইকন শুভেন্দু অধিকারী।

প্রধান অতিথি হিসেবে সাহিত্যিক বাণী বসু ও শুভেন্দু অধিকারী সহ নদীয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, বিধায়ক ও পশ্চিমবঙ্গ খাদি গ্রামীণ শিল্প পর্ষদের চেয়ারম্যান গৌরীশংকর দত্ত অপূর্ব বক্তব্য রাখেন।

বই উৎসব ও বইমেলার আয়োজনের পাশাপাশি বই পড়ার গুরুত্বের কথা সুচারু ভাষায় মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরলেন শুভেন্দু অধিকারী।

বিশেষ অতিথি তাপস মণ্ডল, সাংসদ, রাণাঘাট লোকসভা, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্রী শংকরকুমার ঘোষ, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ধরণীধর পাত্র।

অতিথির আসনে ছিলেন কল্লোল গনাই, ডিআইজি, নদীয়া- মুর্শিদাবাদ রেঞ্জ, শীষরাম ঝাঝরিয়া, এসপি, নদীয়া জেলা, কল্যাণীর বিধায়ক রমেন্দ্রনাথ বিশ্বাস, কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ মুখ্যার্জী, রত্না ঘোষ কর, বিধায়ক, চাকদহ বিধানসভা, নীলিমা নাগ মল্লিক, বিধায়ক, হরিণঘাটা বিধানসভা, স্বপন কুমার কুন্ডু, মহকুমা শাসক, কল্যাণী মহকুমা, কল্যাণীর পৌরপ্রধান সুশীল কুমার তালুকদার, সভাপতি কল্যাণী বই উৎসব কমিটি, নীলিমেশ রায় চৌধুরী ও রাণা চক্রবর্তী যুগ্ম সম্পাদক কল্যাণী বই উৎসব কমিটি প্রমুখ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here