কামরুল হাসান,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি ::
শারদীয় দুর্গাপূজায় রবিবার মহাসপ্তমীতে সনাতন ধর্মাবলম্বীদের প্রাণঢালা শুভেচ্ছা জানাতে কলারোয়া পৌরসভাসহ উপজেলার বিভিন্ন পূজামন্ডপে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন তালা-কলারোয়ার সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা জেলার  জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির, কলারোয়া পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা।
এসময় প্রধান অতিথি অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ,এম.পি বলেন, বঙ্গবন্ধুর এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পূর্ণ স্বাধীনভাবে উদযাপন করে আসছে। জননেত্রী শেখ হাসিনার সরকার সনাতন ধর্মাবলম্বীদের বড় এ উৎসবকে আকর্ষণীয় করতে প্রতিটি মন্ডপে বিশেষ বরাদ্দ দিয়েছেন। প্রধান অতিথি সকলকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ধর্মীয় উৎসব পালনের আহবান জানান।
অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, কলারোয়ার ৪৬টি মন্ডপে সাড়ম্বরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আমি আপনাদের আতিথেয়তায় মুগ্ধ। আশাকরি কলারোয়ার মানুষ সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের বড় এ উৎসব উদযাপন করবেন। মন্ডপের সার্বিক পরিবেশ দেখে তিনি সন্তুষ্টি প্রকাশ করে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
রবিবার রাত পর্যন্ত শুভেচ্ছা বিনিময় চলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও অসংখ্য ভক্তবৃন্দ।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here