গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি :: করোনা ভাইরাসের সংক্রামন রোধে, জনগনকে বাড়িতে রাখতে ও সামাজিক দুরত্ব নিশ্চিত করতে হিলিতে জনপ্রতিনিধি, আওয়ামীলীগ নেতা ও প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজা, পৌরমেয়র জামিল হোসেন, খট্টা ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান, বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান মেফতাহুল জান্নাত, ওসি আব্দুর রাজ্জাক আকন্দসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।

সভায় হিলিকে করোনা ভাইরাসের হাত থেকে মুক্ত রাখতে ও সংক্রামন রোধে, জনগনকে বাড়িতে রাখতে, বহিরাগতদের প্রবেশ রুখতে ও সামাজিক দুরত্ব নিশ্চিত করতে স্থানীয়ভাবে ব্যবস্থা গ্রহনের আহবান জানানো হয়। সেই সাথে বিদেশ থেকে কে আসছে সেসব তথ্য জানানোসহ এই সংকট মোকাবেলায় প্রশাসনের পাশাপাশি জনগনকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here