ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::  দেশে কোভিড-১৯ সংক্রমণের ৫৫৬তম দিনে ৩৫ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার সাতজন। গতকাল মৃত্যুর সংখ্যা ছিল ৪১।

সর্বশেষ গত ৭ জুন এর চেয়ে কম ৩০ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৪৯ শতাংশ।

সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৬৮ লাখ ৭৪ হাজার ২৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২৪ লাখ ২৯ হাজার ৫৫৩টি নমুনা। অর্থাৎ, মোট পরীক্ষা করা হয়েছে ৯৩ লাখ তিন হাজার ৮৪৫টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৩৪ হাজার ৪৪০ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় তিন হাজার ৭৩৫ জনসহ মোট ১৪ লাখ ৮৬ হাজার ৬৬৮ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৮৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ৩৫ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ২২ জন পুরুষ ও ২৯ জন নারী। তাদের মধ্যে সবারই হাসপাতালে (সরকারিতে ৩৩ জন, বেসরকারিতে দু’জন) মৃত্যু হয়েছে। তারাসহ মৃতের মোট সংখ্যা ২৭ হাজার সাতজন। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৬ শতাংশ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here