ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় নতুন ৫ জন শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ০ দশমিক ৪০ শতাংশ। তবে এ সময় শহর ও গ্রামে কোনো করোনা রোগির মৃত্যু হয়নি।

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে আজকের প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে জানা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর আট ল্যাবে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের ১ হাজার ২৫৬ জনের নমুনা পরীক্ষা করা হলে নতুন ৫ জনের দেহে ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। এর মধ্যে শহরের ৪ ও মিরসরাই উপজেলার একজন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ২ হাজার ৩৭৮ জন। এর মধ্যে শহরের ৭৪ হাজার ৭৪ ও গ্রামের ২৮ হাজার ৩০৪ জন। গতকাল করোনায় আক্রান্ত কেউ মারা যায়নি। মৃতের সংখ্যা ১ হাজার ৩৩১ জনই রয়েছে। এতে শহরের ৭২৩ ও গ্রামের ৬০৮ জন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here