ডেস্ক নিউজ :: করোনাভাইরাসের কারণে সবাইকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে হচ্ছে। ফলে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ইতোমধ্যে বাতিল হয়েছে। বাদ যায়নি বিয়ের অনুষ্ঠানও। তবে অনলাইনে বিয়ে হতে তো আর বাধা নেই।

সম্প্রতি আমেরিকার এক দম্পতি অনলাইনে তাদের ভার্চুয়াল বিয়ের আয়োজন করে। আর সেখানেই প্রখ্যাত গায়িকা এলি গোল্ডিং অপ্রত্যাশিত অতিথি হিসেবে তাদের চমকে দেন।

এখানেই শেষ নয়। এই শিল্পী তার জনপ্রিয় গান ‘লাভ মি লাইক ইউ ডু’ পরিবেশনা করেন। আর সেই গানের সঙ্গে নাচতে দেখা যায় নববধূ হ্যালি পিটম্যান এবং হার্ভে স্কেলটনকে। ভার্চুয়াল এই বিয়ের অনুষ্ঠানে নবদম্পতির পরিচিতজনরা লাইভে ছিলেন। গানটি গাওয়ার আগে এলি বলেন, ‘অভিনন্দন হার্ভে এবং হ্যালি। আপনারা সত্যিকারের হিরো।’

জানা গেছে, এই নবদম্পতি চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত। গত সপ্তাহের ছুটির দিনে এই বিয়ের পরিকল্পনা ছিল। কিন্তু প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে তা বন্ধ করা হয়। পরবর্তী সময় পুরো আয়োজনটি সাজানো হয় অনলাইনে। বিয়ের আয়োজনে করেছিল হ্যালি বেটার ফর ওয়ার্স। প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here