ডেস্ক নিউজ ::  করোনা আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। জ্বর, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট ছাড়াও নতুন নতুন উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন রোগীরা।

করোনাভাইরাসে নতুন উপসর্গ দেখা দিয়েছে চর্মরোগ ও ডায়ারিয়া। এই দুই উপসর্গ দেখা দিলে পরীক্ষা করার পর অনেকের করোনা পজিটিভ আসে।

এ ছাড়া পায়ের আঙুলে ছোট ফুসকুড়ি ও ঘা রয়েছে এমন রোগীর টেস্ট করার পর করোনা ধরা পড়ছে। ইন্ডিয়ান সোসাইটি ফর পেডিয়াট্রিক ডার্মাটোলজির সভাপতি সন্দীপন ধর বলেন, করোনায় আক্রান্ত রোগীরদের নতুন উপসর্গ পাচ্ছেন তারা।

পায়ের আঙুলে ছোট ফুসকুড়ি ও ঘা হতে পারে। এ ছাড়া ত্বকের বিভিন্ন জায়গায় ছোট ছোট মশার কামড়ের মতো র্যা শও দেখা দিতে পারে।

ইতালি ও চীনের হুবেইয়ের হাসপাতালে ভর্তি কোভিড আক্রান্তদের ২০ শতাংশের শরীরে এমন র্যা শ দেখা গিয়েছিল।

এসব উপসর্গকে চিকিৎসকরা প্রথমে মনে করেছেন ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া। তবে পরবর্তী সময় জানা যায়, নভেল করোনার কারণেই ত্বকে নানা ধরনের র্যা শ উঠছে।

এই ভাইরাসে আক্রান্ত হলে পায়ের বুড়ো আঙুলের চচে এক বিশেষ ধরনের ঘা হয়। একমাত্র করোনা হলেই এই নির্দিষ্ট সমস্যা দেখা যায়। বিশ্বের করোনা আক্রান্ত বিভিন্ন রোগীর মধ্যে ত্বকের নানা সমস্যা দেখা যাচ্ছে।

আসুন জেনে নিই করোনা আক্রান্তদের যেসব প্রাথমিক উপসর্গ দেখা যায়-

১. জিভের স্বাদ নষ্ট হয়ে খাবারে অরুচি হওয়া ও গন্ধের বোধ নষ্ট হয়ে যায়।

২. পেটব্যথা ও ডায়ারিয়া হতে পারে।

৩. পায়ের আঙুলে ছোট ফুসকুড়ি ও ঘা হতে পারে।

৪. ত্বকের বিভিন্ন জায়গায় ছোট ছোট মশার কামড়ের মতো র্যা শ দেখা দিতে পারে।

৫. গা ম্যাজমেজ করা ও ব্যথা হতে পারে।

৬. পেটব্যথা ও বমি ও কাঁপুনি দিয়ে জ্বর হতে পারে।

৭. গলাব্যথা, কাশি, শ্বাসকষ্ট ও জ্বর হতে পারে।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here