আব্দুস সাত্তার, লালমোহন প্রতিনিধিঃ ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চেষ্টা করেছি। করোনাকালীন সময় লালমোহন ও তজুমদিনের ক্ষুধার্ত মানুষকে খাদ্য সামগ্রী দিয়েছি। শিশুদের শিশু খাদ্য দিয়েছি। সমন্বয় সভা করে জনসচেতনতা বৃদ্ধি করেছি। করোনা যুদ্ধে উপজেলা প্রশাসন, ডাক্তার, নার্স, হাসপাতালের কর্মচারীবৃন্দ, সাংবাদিক, পুলিশ, নৌ-বাহিনীর সমন্বয়ে আমরা ভোলাকে মোটামুটি করোনা মুক্ত রাখতে চেষ্টা করেছি।

সোমবার সকালে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমিটির মাসিক সমন্বয় সভা সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন আরজু, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ শাহিন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান, আর,এম,ও ডাঃ মোঃ মহসীন খান, ডাঃ শহিদুল ইসলাম, ডাঃ মোঃ জংশেদ আলম, ডাঃ হাবিবুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here