231835bnpপ্রতিনিধি :: পৌরসভা নির্বাচনে কমিশনকে সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য আহ্বান জানিয়েছেন বিএনপি। গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক শেষে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, সব সময়ই ক্ষমতাসীনরা নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা করে। এবারও নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করেছে শাসক দলের লোকেরা।
আচরণ বিধি লঙ্ঘনকারী সংসদ সদস্যদেরকে নির্বাচন কমিশনের দেওয়া নোটিশ প্রসঙ্গে ফখরুল বলেন, এসব নোটিশের চাইতে কমিশনের উচিত সম্পর্ণ নিরপেক্ষ থেকে ভূমিকা পালন করা।
একই সঙ্গে তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।  এর আগে দললের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রাত ৮টা ৫০ মিনিটে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। রাত ১০টার কিছু পর শেষ হয় বৈঠক।
বৈঠকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, লে জে মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্রিগেডিয়ার জে. অব. আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সারওয়ারী রহমান,  ড. আবদুল মঈন খান উপস্থিত ছিলেন।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here