পঞ্চগড়ে কমলা চাষতাহমিনা শিল্পী :: পঞ্চগড়ে কমলা চাষ করে সফল হয়েছেন চাষীরা। এখানকার  মাটি ও আবহাওয়া কমলা চাষের উপযোগী হওয়ায় ২০০৬ সালে পাঁচ বছর মেয়াদে কমলা চাষ প্রকল্প শুরু করে কৃষি বিভাগ। গড়ে ওঠে নতুন নতুন কমলা বাগান।

এতে স্বাবলম্বী হয়েছেন স্থানীয়দের অনেকেই। বর্তমানে জেলার বিভিন্ন এলাকায় ছোটবড় দুইশ’র বেশি কমলা বাগান রয়েছে।

কমলার রঙ্গে রঙ্গিন এখন উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়। বানিজ্যিকভাবে আবাদ হচ্ছে মিষ্টি কমলা।

জেলা সদর উপজেলার বামনপাড়া গ্রামের হাবিবুন নবি ছয় বছর আগে কৃষি বিভাগের পরামর্শে বাড়ির পাশে আট বিঘা জমিতে কমলা বাগান করেন। এই কমলা বিক্রি করে বেশ লাভবানও হয়েছেন তিনি। চলতি বছর এক লাখ ৩০ হাজার টাকার কমলা বিক্রি করেছেন।

শুধু হাবিবুন নবিই নয়, তার মতো অনেকেই কমলা চাষ করে হয়েছেন স্বাবলম্বী।

কমলা চাষে সরকারি তদারকি বাড়ালে উৎপাদিত কমলা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বাইরেও রপ্তানি করা সম্ভব হবে বলে মনে করছেন কৃষি বিভাগ।

সরকারীভাবে কমলা চাষে স্থানীয়দের প্রশিক্ষণ দেয়া হলে জেলায় বেকার সমস্যাও দুর হবে বলে মনে করছেন এলাকাবাসী।

 

tahmina_shilpi@yahoo.com

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here