কমলনগরে জাটকা ধরার অপরাধে ৬ জেলে আটকজহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি :: লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদী থেকে জাটকা ধরার অপরাধে ছয় জেলেকে আটক করা হয়েছে।

বুধবার ভোরে মেঘনা নদীর বাতিরঘাট এলাকাসহ বিভিন্ন পয়েন্টে উপজেলা মৎস্য বিভাগ ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকৃতরা হলেন- জহিরুল ইসলাম, রিপন মিয়া, নুর আলম, দিদার, ইউছুফ ও রাশেদ। তারা সবাই উপজেলার চর কালকিনি গ্রামের বাসিন্দা।
কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল কুদ্দুস জানান, নিষিদ্ধ সময়ে নদীতে মাছ ধরার অপরাধে ছয় জেলেকে আটক করা হয়েছে।

এসময় জাটকাসহ প্রায় ১৫০ কেজি মাছ ও চার হাজার মিটার জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং মাছগুলো এতিমখানায় বিতরণ করা হবে।

জাটকা রক্ষা ও ইলিশ উৎপাদনে মার্চ-এপ্রিল এই দুই মাস লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার এলাকার মেঘনা নদীতে সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here