Kabi Farid Ahmed Dulal

আমার কবিতা

ফরিদ আহমদ দুলাল

কবিতা আমার সুস্বাস্থ্যের অনুপান সকালের মৃদুমন্দ হাওয়া

রক্তকণিকায় কবিতা সচ্ছন্দ চলাচল জীবনে দখিনা হাওয়া

শরীরের সঠিক উত্তাপ হৃৎস্পন্দন নিঃশ্বাসের ওঠা-নামা

প্রয়োজনে ছায়ায় বিশ্রাম যতিচিহ্ন দিয়ে পথিমধ্যে থামা,

মননের প্রবল প্রদাহ মনীষায় জলসিঞ্চন ক্রিয়া

কবিতা আমার প্রাণের প্রতিমা ঘুম ভাঙানিয়া মরমীয়া;

যানজটে স্থবির জনদুর্ভোগ-ভাঙা কবিতা উড়ালসেতু

শিমুল-পলাশ বন দাবানল দাহ বসন্তানল কবিতা ধূমকেতু।

সকালে কুশল বিনিময় কবিতায় সন্ধ্যায় শুদ্ধচুম্বন

আকুল হৃদয়ে নীলুয়া বাতাস কবিতায় পাই ব্যাকুলালিঙ্গন

কবিতা আমার অপেক্ষাবৃক্ষ তোমার জানালায় মনোযোগী

প্রার্থনায় মগ্ন বিরহী বিকেলে ঋষিবৎ ধ্যানী-যোগী;

স্বাধীনতা প্রিয় কবিতা আমার তোমার মহিমাস্পর্শে হাসি

পূর্ব কী পশ্চিম-উত্তর-দক্ষিণ যখন যেখানে থাকি কবিতায় ভালোবাসি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here