কপিলমুনিতে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

মহানন্দ অধিকারী মিন্টু, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়ন পরিষদে ২০১৯-২০অর্থ বছরে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার শেষ বিকালে মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের কনফারেন্স রুমে প্রায় সাড়ে ৩ কোটি টাকা বাজেট ঘোষণা করা হয়। বেসরকারি সংস্থা ডরপ-এ আয়োজনের সহায়তা করে।

ইউপি চেয়ারম্যান মো. কওছার আলী জোয়ার্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি অধ্যক্ষ মো. হাবিবুল্লাহ বাহার, বিশেষ অতিথি অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, সাংবাদিক মহানন্দ অধিকারী মিন্টু, শিক্ষক শিমুল বিল্ল্যা বাপ্পি, মিজানুর রহমান, বেসরকারী প্রতিষ্ঠান ডরপ উপজেলা কো-অর্ডিনেটর মো. আবু সায়েম, উপসহকারী কৃষিকর্মকর্তা শেখ তোফায়েল আহমেদ ও কৃষি কর্মকর্তা এস এম মফিজুর রহমান প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম, মো. ইউনুচ আলী মোড়ল, আব্দুল আজিজ বিশ্বাস, মো. সালাম মোড়ল, রাশিদা বেগম, কুমকুম রানী দাশ, সেফালী বেগম গণমাধ্যম কর্মী এনজিও কর্মী সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

ইউপি সচিব আব্দুল গণি সঞ্চলনায় ইউপি চেয়ারম্যান মো. কওছার আলী জোয়ার্দার ২০১৯-২০ অর্থ বছরের জন্য ৩ কোটি ৬৪ লক্ষ ৪০হাজার ৯ শত টাকা বাজেট ঘোষণা করেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here