জামাতষ্টাফ রিপোর্টার :: দীর্ঘদিন একেকজন নেতার রায়কে কেন্দ্র করে রাজপথে কর্মসূচি দিয়েছে যুদ্ধাপরাধে অভিযুক্ত রাজনৈতিক দল জামায়াতে ইসলামী। এবারে শীর্ষ আট নেতাসহ  দেশের বিভিন্ন স্থানে আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে পর্যায়ক্রমে শক্তিশালী আন্দোলনে যাওয়ার পরিকল্পনা করছে দলটি।

কারাগারে আটক জামায়াতের শীর্ষ আট নেতা হলেন দলের আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সাবেক আমির অধ্যাপক গোলাম আযম, নায়েবে আমির মাওলানা আব্দুস সোবহান, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মুহাম্মদ কামারুজ্জামান, এটিএম আজহারুল ইসলাম ও নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলী।

ইতিমধ্যে জামায়াতে ইসলামীর শীর্ষ আট নেতাসহ দেশের সব নেতাকর্মীর মুক্তির দাবিতে বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। মঙ্গলবার দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

জানা গেছে, জামায়াত নেতাদের মুক্তির দাবিকে সামনে রেখেই রাজপথের আন্দোলন জোরদারের পরিকল্পনা করেছে দলটির নীতি নির্ধারণীর সর্বোচ্চ ফোরাম। সাংগঠনিক দুর্বলতা নিরসনে দেশের জেলা পর্যায়ের নির্বাচন শেষ করেছে। ধারাবাহিকভাবে উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্য পর্যায়ের নির্বাচন শেষ করবে তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের একজন সদস্য নতুন বার্তাকে বলেন, “দেশের পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ায় সাংগঠনিক কাজ জোরদার করা হয়েছে। পরিকল্পিত কাজগুলো নভেম্বরের মধ্যে শেষ হবে। এরপরে আবারো রাজপথের আন্দোলন জোরদার করা হবে।”

তিনি বলেন, “আন্দোলন থেকে নেতাকর্মীরা বিচ্ছিন্ন না হয়ে যায় এজন্য মাঝে মধ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশের মতো কর্মসূচি দেয়া হবে।”

দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বলেন, “সরকার পরিকল্পিতভাবে নাটক সাজিয়ে আবদুল কাদের মোল্লাকে হত্যা করেছে। এখন শীর্ষ আট নেতাকেও হত্যার ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্র কোনোভাবেই বাস্তবায়ন হতে দেয়া হবে না।”

তিনি বলেন, “সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়ে ছলেবলে কৌশলে ক্ষমতা পাকাপোক্ত করতে একের পর এক মানবতাবিরোধী অপরাধ করে যাচ্ছে। জামায়াত নেতাদের অন্যায়ভাবে কারাগারে আটক রেখে মাসের পর মাস তাদেরকে অবর্ণনীয় কষ্ট দিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে।”

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here