গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে এক উপজাতীয় প্রধানকে হত্যার জের ধরে তার সমর্থক ও নিরাপত্তা বাহিনীর মধ্যে নতুন বছরের শুরু থেকে দফায় দফায় সংঘর্ষে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। স্থানীয় এক গভর্নরের বরাত দিয়ে বৃহস্পতিবার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

কেন্দ্রীয় কাসাই প্রদেশের গভর্নর আলেক্স কান্দে এক বিবৃতিতে বলেন, ‘২০১৭ সালের শুরু থেকে এ পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৪ বেসামরিক নাগরিক, নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য ও ১২ মিলিশিয়া যোদ্ধা। নিহতদের মধ্যে এক মিলিশিয়া নেতার স্ত্রীও রয়েছেন।

জাতিসংঘের হিসাব মতে, ২০১৬ সালের আগস্টে উপজাতীয় নেতা কামউইনা সাঁপুর মৃত্যুর পর থেকে দু’পক্ষের সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ১৪০ জন লোক বিভিন্ন সংঘর্ষে নিহত হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here