কালাম আজাদ, কক্সবাজার

কক্সবাজারে কর্মরত সাংবাদিকদের সর্ববৃহৎ ক্রীড়া উৎসব মিডিয়া কাপ ফুটবল টুর্ণামেন্ট ১৫ জানুয়ারী বিকেল ৩টায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে শুরু হচ্ছে। টুর্ণামেন্টে কক্সবাজারের ১০টি দৈনিক পত্রিকা ও  ইলেকট্রনিক মিডিয়া দলসহ মোট ১১টি দল অংশ নিচ্ছে। টুর্ণামেন্টে অংশগ্রহণকারী দল গুলো হলো রানিং চ্যাম্পিয়ন দৈনিক আজকের দেশ-বিদেশ, রানার্স আপ দৈনিক বাঁকখালী, দু-সেমি ফাইনালিষ্ট দৈনিক কক্সবাজার, দৈনিক আপন কষ্ঠ, দৈনিক হিমছড়ি, দৈনিক সমুদ্র বার্তা, দৈনিক রূপসী গ্রাম, দৈনিক ইনানী, দৈনিক দৈনন্দিন, দৈনিক কক্সবাজার বাণী ও কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া একাদশ।

১৫ জানুয়ারী বিকেল ৩টায় উদ্বোধনী ম্যাচে দৈনিক কক্সবাজার প্রতিপক্ষ দৈনিক আপন কন্ঠের মুখোমুখি হবে। এদিকে টুর্ণামেন্টকে সামনে রেখে ১২ জানুয়ারী রাতে কক্সবাজার স্টেডিয়াম কার্যালয়ে মিডিয়া কাপ ফুটবল টুর্ণামেন্ট কমিটির এক সভা আহ্বায়ক প্রিয়তোষ পাল পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় উপসি’ত ছিলেন টুর্ণামেন্ট কমিটির চার সদস্য কক্‌সবাজার জেলা ক্রীড়া  সংস’ার সাধারণ সম্পাদক অধ্যক্ষ জসিম উদ্দিন, ট্রেজারার ফরাজী নুরুল আলম, সিনিয়র সাংবাদিক এডভোকেট আয়াছুর রহমান, সিনিয়র সাংবাদিক জি.এ.এম আশেক উল্লাহ। পরে প্রত্যেক দলের প্রতিনিধিদের উপসি’তিতে টুর্ণামেন্টের বাইলজ ও সময় তালিকা চূড়ান- করা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here