স্পোর্টস ডেস্ক। ইউনাইটেডিউজ ২৪.কম

0258ঢাকা: দল নিয়ে ওয়েস্ট ইন্ডিজ রওনা দিচ্ছেন ভারতীয় দলের নয়া কোচ অনিল কুম্বলে। টেস্ট টিমের অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে যাওয়ার আগে কী বললেন তিনি?

ভারতীয় টিমের অন্দরে কান পাতলে এখনও শোনা যায়, রবি শাস্ত্রীর সঙ্গে বিরাট কোহলির রসায়ন প্রায় মিথের পর্যায়ে পৌঁছে গিয়েছিল। বিরাট কোহলির আগ্রাসন যে তাঁর বরাবরই পছন্দের তালিকায় একেবারে শীর্ষে, তা কোনও রাখঢাক না-করেই বলে দিয়েছিলেন রবি। নতুন কোচ অনিল কুম্বলেও একই পথে হাঁটছেন। তাঁর সোজা কথা, বিরাট কোহলির আগ্রাসন সযত্নে রক্ষা করাই তাঁর কাজ।

অনিল কুম্বলে এদিন যা যা বললেন—

• ‘‘এই দলে খুব কম ছেলেই ওয়েস্ট ইন্ডিজে খেলেছে। তবে এরা সকলেই অভিজ্ঞ। ক্রমাগত উন্নতি করে যেতে হবে।

• ‘‘আমি নিজে অত্যন্ত আগ্রাসী খেলোয়াড় ছিলাম। ফলে কেউ যদি স্বভাবগতভাবে আগ্রাসী হয়, আমি তাতে বাধা দিতে পারব না। আমি কোহলির আগ্রাসনটা ভালবাসি’’

• ‘‘আমরা এই দেশের দূত। সেই দায়িত্ব এবং ভারতীয় ক্রিকেট দলের সদস্য হওয়ার দায়িত্ব সম্পর্কে আমরা সকলেই ওয়াকিবহাল।’’

বিরাট কোহলি এদিন যা যা বললেন—

• ‘‘আমাদের কয়েকটা ফাঁক রয়েছে, যা আমাদের পূরণ করতে হবে।’’

• ‘‘আমাদের বেশ কয়েকটা জায়গায় উন্নতি করতে হবে। ব্যাটসম্যানরা সেই দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল।’’

• ‘‘পার্টনারশিপ গড়ে তুলতে হবে।’’

• ‘‘একে অন্যকে বুঝতে হবে। তাহলেই ভাল পার্টনারশিপ গড়ে তোলা সম্ভব।’’

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here