ঐক্যফ্রন্টের সাংসদদের সংসদে আসার আহ্বান প্রধানমন্ত্রীরস্টাফ রিপোর্টার :: জাতীয় ঐক্যফ্রন্ট সংসদ বর্জনের যে সিদ্ধান্ত নিয়েছে তা ‘রাজনৈতিকভাবে ভুল’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে তিনি জোটের নির্বাচিত সংসদ সদস্যদের সংসদে আসার এবং কিছু বলার থাকলে তা বলার আহ্বান জানিয়েছেন।

বুধবার জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের (ময়মনসিংহ-৮) এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদ বলেন, ‘আমি আহ্বান জানাতে চাই যে যারা নির্বাচিত হয়েছেন তারা সবাই সংসদে আসবেন এবং কথা বলবেন…আমি এটা আশা করি।’

জাতীয় ঐক্যফ্রন্ট বা বিএনপির নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘এখন, যারা নির্বাচনে অংশ নিয়ে অল্প আসন পেয়েছেন তারা অভিমানে সংসদে আসছেন না। আমার মনে হয় তারা রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্ত নিয়েছেন।’

যদি তারা সংসদে আসেন তাহলে কথা বলার সুযোগ পাবেন, যদি কিছু বলার থাকে। তাদের কথা শুধু সংসদে সীমাবদ্ধ থাকবে না। কারণ পুরো দেশের মানুষ সংসদ টিভিসহ গণমাধ্যমের সরাসরি সম্প্রচারের মাধ্যমে সেসব শুনতে পারবে। আমি জানি না কেন তারা এ সুযোগ হারাচ্ছেন, যোগ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ নির্বাচনের অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছিল যে তারা আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা মার্কায় ভোট দেবেন। তারা শেষ পর্যন্ত তা করেছেন। কারণ, তারা আওয়ামী লীগ সরকারের গত ১০ বছরের উন্নয়ন ভোগ করেছেন।

শেখ হাসিনা পুনরায় বলেন, অবসর নেয়ার পর তিনি গ্রামে গিয়ে থাকবেন। কারণ গ্রামের সবুজ শ্যামল পরিবেশ সবসময় তাকে টানে। ‘এখনও আমি গ্রামের জীবন অনুভব করি। কাজেই, আমার সব সময়ই আকাঙ্ক্ষা আছে যে যখন অবসর নেব আমি গ্রামের বাড়ি গিয়ে থাকব।’

গ্রামীণ পরিবেশ শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার জন্য অনেক কার্যকর বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

এর আগে মঙ্গলবার তিনি বলেছিলেন, তার সিদ্ধান্ত হলো অবসরের পর নিজের গ্রামে ফিরে যাওয়া।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here