hsc_examআগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়েছে। দেশের ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা বোর্ডর দাখিল ও কারিগরি বোর্ডের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২ ফেব্রুয়ারি।

মঙ্গলবার চূড়ান্ত সময়সূচি অনুমোদন করে নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এর আগে, গত ২৮ অক্টোবর প্রথমবারের মতো খসড়া সময়সূচি মতামতের জন্য প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। সময়সূচি চূড়ান্ত করতে ১ নভেম্বর পর্যন্ত মতামতও নেওয়া হয়। তবে সেসময় প্রশ্ন ফাঁস রোধে দুই পরীক্ষার মধ্যে বন্ধ না দিয়ে দ্রুত পরীক্ষা শেষ করার কথা জানানো হলেও বিরতি থাকছে।

চূড়ান্ত সময়সূচি অনুযায়ী, ২ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম দিন বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যদিকে, একই সঙ্গে শুরু হওয়া মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১১ মার্চ।

এছাড়া বিগত বছরগুলোর মতো এবারও সকালের পরীক্ষা সকাল ১০ থেকে ১টা এবং বিকালের পরীক্ষা বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত নেওয়া হবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here