১৯৫২ সালের ৬ই ফেব্রুয়ারি৷ রাজা ষষ্ঠ জর্জ’এর মৃত্যুর পর, ব্রিটেনের সিংহাসনে বসেন তাঁর জ্যেষ্ঠা কন্যা ২৫ বছরের এলিজাবেথ৷ এরপর ৬০ বছর পার হয়ে গেছে৷ অথচ, এই ব্রিটিশ অধিশ্বরীর জনপ্রিয়তা কিন্তু আজও তুঙ্গে৷

হীরক জয়ন্তী৷ অর্থাৎ সিংহাসনে আরোহণের ৬০তম বর্ষপূর্তি আজ৷ তাই স্বাভাবিকভাবেই, বাকিংহাম প্যালেসে উদ্দীপনার শেষ নেই৷ প্রায় ৬০০ সেনা ইতিমধ্যেই রানি দ্বিতীয় এলিজাবেথকে ‘গার্ড অব অনার’ প্রদান করেছে৷ দেশ-বিদেশ থেকে এসেছে ফুলেল শুভেচ্ছা৷ এখানেই শেষ নয়, রানির সিংহাসনে আরোহণের ৬০ বছর পূর্তির এই দিনটিকে কেন্দ্র করে বিশেষ ডাকটিকিট প্রকাশ করেছে ব্রিটিশ সরকার৷ সারা বছরজুড়ে ধারাবাহিকভাবে এসব টিকিট প্রকাশিত হবে বলে জানাচ্ছে সংশ্লিষ্ট সূত্র৷ তাদের কথায়, এসব ডাকটিকিটে বিশ শতকের শুরু থেকে নিয়ে এ পর্যন্ত ব্রিটেনের সিংহাসনে আরোহণ করা পাঁচজন রাজা ও রানির ছবি থাকবে৷ আর সিরিজের শেষ ডাকটিকিটে থাকবে রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতি৷

আগামী ২রা জুন থেকে আনুষ্ঠানিকভাবে এই হীরক জয়ন্তী উৎসব পালন করবে ব্রিটেন৷ ঐ দিন, বিখ্যাত চার ‘ক্ল্যাসিক’ ইংলিশ ঘোড়দৌড়ের অন্যতম ‘এপসম’ ডার্বিতে রানির যোগদানের মধ্য দিয়ে শুরু হবে উদযাপন৷ দ্বিতীয় দিন রবিবার, এক হাজার রণতরীর একটি বহর পিছনে নিয়ে রাজকীয় ‘বার্জে’ করে টেমস নদীতে নৌবিহার করবেন রানি৷ তৃতীয় দিন রাতে সারা যুক্তরাজ্য জুড়ে ২০১২টি আলোকস্তম্ভ জ্বালানো হবে৷ রানি নিজে জ্বালাবেন জাতীয় আলোকস্তম্ভ৷ এরপর চতুর্থ দিন, রানি সেইন্ট পলস্‌ ক্যাথিড্রালে যাবেন ও সেখানে ‘থ্যাঙ্কসগিভিং সার্ভিসে’ বক্তৃতা দেবেন৷

শোনা যাচ্ছে, এর জন্য ৫ই জুন মঙ্গলবার দিনটিকে একটি বাড়তি ব্যাংক হলিডে ঘোষণা করেছে ব্রিটেন৷ এছাড়া, মে মাসের পূর্ব-নির্ধারিত ব্যাঙ্ক ছুটির পরিবর্তন করে ৪ঠা জুন করা হয়েছে৷ এর ফলে, শনি থেকে মঙ্গলবার পর্যন্ত চার দিনের দীর্ঘ এক ‘উইকএন্ড’ কাটাবে ব্রিটেনবাসী৷

রানি দ্বিতীয় এলিজাবেথের বয়স আজ ৮৫ বছর৷ অথচ, সিংহাসনে আরোহণের এই ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে রানির সমর্থন যেন এই মুহূর্তে রেকর্ড ছুঁয়েছে৷ হবে না? আজও যে তাঁকে এক পলক দেখার জন্য মানুষের মধ্যে উন্মাদনা চোখে পড়ার মতো৷ অবশ্য শুধু বিশ্ব মাঝেই নয়, নাতি উইলিয়ামের জন্যও স্থিরচিত্ত ও শক্তিশালী এর ব্যক্তিসত্তার প্রতীক রানি দ্বিতীয় এলিজাবেথ৷

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ডেস্ক নিউজ

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here