এলাকাবাসীর সহযোগিতা আহ্বান: দুই এলাকাতেই ১৪৪ ধারা জারিমৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারে সন্ধান পাওয়া দু’টি জঙ্গি আস্তানার অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সহযোগিতা করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন।

মঙ্গলবার (২৮ মার্চ) দিনগত রাত থেকে মৌলভীবাজার শহরের বড়হাট ও সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজারের কাছে ফতেহপুর গ্রামের ওই দু’টি জঙ্গি আস্তানা ঘেরাও করে রেখেছে পুলিশ।

বড়হাটের আস্তানাটি একটি ডুপ্লেক্স বাড়িতে, আর ফতেহপুরের আস্থানাটি একটি একতলা বাড়িতে। দুটি বাড়ি থেকেই থেমে থেমে গুলির আওয়াজ শোনা যাচ্ছে।

বুধবার (২৯ মার্চ) সকাল থেকে আস্তানা দু’টি থেকে জঙ্গিরা গুলি করতে থাকে। সকালে একের পর এক গ্রেনেডও ছুড়ে মারে তারা।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট দু’টি এলাকায় ১৪৪ ধারাও জারি করেছে প্রশাসন।

খবর পেয়ে খলিলপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ছুটে যান সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন। তিনি সেখানে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং করে বলেন, মৌলভীবাজার একটি শান্তিপ্রিয় এলাকা। সচেতন জনগণ ও আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এখানে জঙ্গিরা তাদের ঘাঁটি বানাতে পারেনি, পারবে না।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here