ইন্টারন্যাশনাল নিউজ ডেস্ক :: এমএইচ৩৭০-কাণ্ডের পুনরাবৃত্তি। ফের মধ্য আকাশ থেকে রহস্যজনক ভাবে উধাও হয়ে গেল একটি যুদ্ধ বিমান।

ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ায়।

দুই পাইলট-সহ নিখোঁজ বিমানটির সন্ধানে জোর তল্লাশি শুরু হয়েছে বলে রবিবার সেনাবাহিনীর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে।

জানা গিয়েছে, গত শুক্রবার সকালে দেশের বোকো হারাম অধ্যুষিত উত্তর-পূর্বে জঙ্গি বিরোধী ‘রুটিন’ অভিযানে বেরিয়েছিল বিমানটি।

সকাল ১০টা ৪৫মিনিট নাগাদ আদামাওয়া প্রদেশের ইয়োলা ঘাঁটি থেকে বিমানটি উঠে গিয়েছিল। অভিযান সেরে সন্ধ্যায় ফিরে আসার কথা ছিল ওই আলফা জেট বিমানটির।

কিন্তু দুপুর নাগাদ বিমানটির সঙ্গে এটিসি’র যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটির সঙ্গে একাধিকবার সংযোগ স্থাপনের চেষ্টা করা হলেও তা ফলপ্রসু হয়নি।

গত দু’দিন ধরে নিখোঁজ বিমানটির সন্ধানে প্রশাসন জোর তল্লাশি চালাচ্ছে বলে সেনা মুখপাত্র জানিয়েছেন।

 

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here