ডেস্ক রিপোর্ট::  গুচ্ছ ভ‌র্তি পরীক্ষায় প্রথম হওয়ার পর এবার ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের ‘ক’ ইউ‌নি‌টের ভ‌র্তি পরীক্ষায় মান‌বিক বিভাগ থে‌কে মেধা তা‌লিকায় প্রথম হ‌য়ে‌ছে উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা কু‌ড়িগ্রা‌মের মে‌য়ে সিজরাত জাহান প্রকৃ‌তি। ২০২২-২৩ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় তিনি মান‌বিক বিভাগ থে‌কে স‌র্বোচ্চ ৮৩.২৫ নম্বর পে‌য়ে প্রথম হ‌য়ে‌ছেন। তার মোট স্কোর ১০৩ দশ‌মিক ২৫।

সিজরাত জাহান প্রকৃতির বাড়ি কুড়িগ্রাম পৌর শহরের হিঙ্গনরায় হাটিরপাড় এলাকায়। তিনি ওই পাড়ার বাদল আহমেদ ও ফিরোজা আহমেদ দম্পতির মেয়ে।

সিজরাত কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২০ সালে মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ (গোল্ডেন) এবং ২০২২ সালে কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ (গোল্ডেন) পেয়ে উত্তীর্ণ হন।

সিজরাতের বাবা বাদল আহ‌মেদ ব‌লেন, ‘মেয়ে আমার প্রথম হওয়ার খব‌রে আমরা আন‌ন্দিত। ত‌বে সে কোন বিশ্ব‌বিদ্যালয়ে পড়‌বে তা এখনও চূড়ান্ত হয়‌নি। সে ঢাকা বিশ্ববিদ্যাল‌য়ের ‘খ’ ইউ‌নিট ও রাজশাহী বিশ্ব‌বিদ্যাল‌য়ে ভ‌র্তি পরীক্ষায় অংশ নি‌য়ে‌ছে। সেগু‌লোর ফল প্রকাশ হওয়ার পর সে চূড়ান্ত সিদ্ধান্ত নে‌বে।’

সিজরাতের মা ফিরোজা আহমেদ বলেন, ‘আমার তিন মে‌য়ে। বড় মে‌য়ে দিনাজপুরের সহকারী জজ। মে‌জ মে‌য়ে ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ে বি‌বিএ অধ্যায়নরত। ছোট মে‌য়েকে আইন বিষ‌য়ে পড়ানো করানোর ইচ্ছা। এজন্য অব‌শিষ্ট ভ‌র্তি পরীক্ষাগু‌লোর ফলের জন্য সে অ‌পেক্ষা কর‌ছে। এরপর সিদ্ধান্ত নেওয়া হ‌বে সে কোথায় পড়বে।’

সিজরাত জাহান প্রকৃতি বলেন, ‘ভবিষতে কি হতে চাই আপাতত কোনো পরিকল্পনা নেই। বাকিগুলোর ফলের পর সিদ্ধান্ত নেব কি বিষয়ে পড়বো। ঢাবিতে ১ম হওয়ায় আমি ভীষণ খুশি।’

সিজরাতের গৃহ শিক্ষক মো. মাহবুবুর রশিদ বলেন, প্রকৃতি ও তার দুই বোনকে আমি পড়িয়েছি। বরাবরেই তারা ৩ বোনই খুবই মেধাবী। প্রকৃতি গুচ্ছ পরীক্ষার পর ঢাবিতেও ১ম হওয়াতে সত্যি ভালো লাগছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here