স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ থেকে সৌদি আরবে হজ করার জন্য এবছর ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সুযোগ পাবেন।

এরমধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার এবং সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন হজযাত্রী যেতে পারবেন।

রবিবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে হজ সংক্রান্ত আন্ত:মন্ত্রণালয় এক সভায় এ তথ্য জানানো হয়।

সম্প্রতি, সরকার হজের বিষয়ে সৌদি সরকারের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।বৈঠকে ২০২০ সালে হজ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য একটি হজ ক্যালেন্ডার প্রণয়ন করা হয়েছে।

কমিটি হজ যাত্রীদের আরো উন্নত চিকিৎসা সেবা দেয়ার জন্য হজের মেডিকেল টিমে মেডিকেল ডিপ্লোমা সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেয়ার সুপারিশ করেছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here