সামিন আরহাম, স্পোর্টস ডেস্ক :: ২০২৪ সাল পর্যন্ত বার্সেলোনার সাথে চুক্তি নবায়ন করেছেন মিডফিল্ডার সার্জি রবার্তো। লা লিগা ক্লাব সূত্রে এ কথা জানানো হয়েছে।

এক বিবৃতিতে বার্সেলোনার পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর জুনে রবার্তোর সাথে ক্লাবের আগের চুক্তির মেয়াদ শেষ হয়ে যেত।

৩১ বছর বয়সী সার্জি রবার্তো বার্সেলোনার অধিনায়কত্ব করেছেন। ২০০৬ সালে ক্লাবের ইয়ুথ একাডেমী থেকে মূল দলে সুযোগ পাবার পর ২০১০ সালের নভেম্বরে তার অভিষেক হয়। সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে সার্জি রবার্তো ক্যারিয়ার শুরু করলেও কাতালান জায়ান্টদের হয়ে ৩৩৯ ম্যাচে বিভিন্ন পজিশনে তিনি খেলেছেন। তবে এর মধ্যে রাইট-ব্যাক হিসেবেই তাকে বেশী খেলতে দেখা গেছে। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ৬-১ গোলের দুর্দান্ত জয়টি ছিল সার্জি রবার্তোর ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্ত।

সম্প্রতি সার্জি রবার্তোকে নিয়ে সমর্থকদের সমালোচনার জবাব দিতে গিয়ে কোচ জার্ভি হার্নান্দেজ বলেছেন, ‘সার্জিকে নিয়ে যে ধরনের সমালোচনা হয়েছে তা মোটেই কাম্য নয়। সে সবসময়ই পারফর্ম করেছে, কোন সময় কোন ধরনের অভিযোগ করতে দেখিনি। তার মধ্যে অন্য এক ধরনের ব্যক্তিত্ব আছে। প্রায়ই তাকে নিয়ে সমালোচনা হয় যা আমি সত্যিই বুঝতে পারিনা।’

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here