একুশে গ্রন্থ মেলায় আসছে ‘কী এমন কষ্ট ছিল তোমার’   ষ্টাফ রিপোর্টার :: অমর একুশে গ্রন্থ মেলায় আসছে শামীম ফেরদৌসের গল্পগ্রন’ ‘কী এমন কষ্ট ছিল তোমার’।

ভিন্ন স্বাদের মোট ১৩ টি গল্প নিয়ে বইটি প্রকাশ করছে প্রকাশনা প্রতিষ্ঠান শব্দবিন্যাস।

বইটির প্রত্যেকটি গল্পেই আশেপাশে ঘটে যাওয়া নানা ঘটনা তুলে ধরার চেষ্টা করেছেন লেখক। বিশেষ করে ‘শেষ বিকেলের গল্প’, ‘সেদিন জোছনা ছিল আকাশে’, ‘যেখানে তুমি নেই’, ‘কোথাও রোদ কোথাও বৃষ্টি’ গল্পগুলোতে এই সময়ের তরুণ-তরুণীদের প্রেম, প্রেমের আনন্দ-বেদনাগুলো অত্যন্ত বাস্তবতার আলোকে ফুটিয়ে তুলেছেন তিনি। এছাড়া ‘কিছু কিছু ভুল’ গল্পে মা হারা এক কিশোরের বেদনা পাশাপাশি নি:সন্তান এক মায়ের সন্তানের আকুতি, ‘একটি চিঠি ও কয়েক ফোঁটা অশ্রু’ গল্পটিতে একজন শিক্ষিত বেকার যুবকের পরিবারে অবহেলার বিষয়টিও চমৎকারভাবে তুলে ধরেছেন লেখক।

বলা যায়, প্রত্যেকটি গল্পেই ভিন্ন ভিন্ন বিষয় খুঁজে পাবেন পাঠক।

উল্লেখ্য, সবগুলো গল্পই বিভিন্ন সময়ে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশ হয়েছে। এছাড়া কয়েকটি গল্প নাটকেও রূপ দেওয়া হয়েছে। যা বিভিন্ন চ্যানেলে প্রচারও হয়েছে।

শামীম ফেরদৗস দীর্ঘদনি যাবত সাংবাদকিতার পাশাপাশি পত্র-পত্রকিায় লেখালেখি করে আসছেন।

বইটির জন্য প্রচ্ছদ এঁকেছে অপরাজিতা, মূল্য রাখা হয়েছে ১৩৫ টাকা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here