শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘‘একুশের চেতনা নতুন প্রজন্মের মাধ্যমে বাংলাদেশ ছাড়িয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। একুশের চিরঞ্জীব চেতনায় আমাদের নতুন  প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। একুশের চেতনা নিয়ে তরুণরাও  ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে।’’

মঙ্গলবার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শহীদ মিনারে প্রথমবারের মতো পুষ্পস্তবক প্রদানশেষে এসব কথা বলেন। এ সময় মাউসি’র মহাপরিচালক প্রফেসর নোমান উর রশীদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা সংশ্লিষ্ট সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।  শিক্ষামন্ত্রী বলেন, ‘‘একুশে আজ সারা বিশ্বের সব জাতিগোষ্ঠীর মাতৃভাষার দিকদর্শন। সারাবিশ্বের বিভিন্ন জাতিগোষ্ঠীর মাতৃভাষার গবেষণা ও চর্চার লক্ষ্যে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনষ্টিটিউট। একে আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।’’

তিনি বলেন, ‘‘মহান একুশের চেতনার পথ ধরে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। একুশ আমাদের যে কোনো শোষণ বঞ্চনা নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা জোগায়।’’  নতুন প্রজন্মকে যুগোপযোগী আধুনিক শিক্ষায় শিক্ষিত করে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ ও ডিজিটাল বাংলাদেশ গড়ার মূল হাতিয়ারে পরিণত করার জন্য তিনি শিক্ষকদের প্রতি আহবান জানান।

 

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here